সর্বসাধারণের অবগতির জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা
সম্মানিত সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ উইমেন্স রাইটস ডেভেলপমেন্ট সোসাইটি একটি নিবন্ধিত, সেচ্ছাসেবী ও জনকল্যাণমুখী সংগঠন, যা ২০১৫ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে নারী উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জনসার্থে যে সকল প্রতিষ্ঠান পরিচালিত হয়, সে সকল প্রতিষ্ঠান কখনো বন্ধ বা স্থগিত হয় না।
আমাদের সংগঠনের প্রথম অফিসিয়াল ফেসবুক পেজটি চালু হয় ২৬ ফেব্রুয়ারি ২০১৯ সালে, এবং অফিসিয়াল ওয়েবসাইটটি ২০২২ সাল থেকে চালু রয়েছে (https://bwrds.blogspot.com/)। এই পেজ ও ওয়েবসাইটের মাধ্যমেই আমাদের সকল কার্যক্রমের তথ্য প্রচারিত হয় এবং তা সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের অনুমোদন সাপেক্ষে পরিচালিত হয়।
সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, কিছু কুচক্রী মহল ও অসাধু ব্যক্তিবর্গ উদ্দেশ্যমূলকভাবে সংস্থার নাম, লোগো, ও ট্রেডমার্ক অবৈধভাবে ব্যবহার করে বিভ্রান্তিকর পেজ ও সাইট পরিচালনা করছে। এই ধরনের কর্মকাণ্ড সরাসরি সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টা।
আমরা এই ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংস্থার অফিসিয়াল অনুমোদন ব্যতীত কেউ যদি সংস্থার নাম, লোগো বা ট্রেডমার্ক ব্যবহার করে কোনো উদ্যোগ গ্রহণ করে, সেটি অবৈধ ও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
তাই সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে—
কেউ যেন এই ধরনের বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডে অংশ না নেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অফিসিয়াল পেজ ও ওয়েবসাইট ছাড়া অন্য কোনো উৎস থেকে বিভ্রান্ত না হন।
আসুন, নারী উন্নয়ন ও অধিকার সুরক্ষায় একযোগে কাজ করি এবং এই সংগঠনের কল্যাণমুখী কার্যক্রমে সহযোগিতা করি।
---
Comments
Post a Comment