Posts

Image
  সর্বসাধারণের অবগতির জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা বাংলাদেশ উইমেন্স রাইটস ডেভেলপমেন্ট সোসাইটি (স্থাপিত: ২০১৫) গভঃরেজিঃনং S-12224/2015 সম্মানিত সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ উইমেন্স রাইটস ডেভেলপমেন্ট সোসাইটি একটি নিবন্ধিত, সেচ্ছাসেবী ও জনকল্যাণমুখী সংগঠন, যা ২০১৫ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে নারী উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জনসার্থে যে সকল প্রতিষ্ঠান পরিচালিত হয়, সে সকল প্রতিষ্ঠান কখনো বন্ধ বা স্থগিত হয় না। আমাদের সংগঠনের প্রথম অফিসিয়াল ফেসবুক পেজটি চালু হয় ২৬ ফেব্রুয়ারি ২০১৯ সালে, এবং অফিসিয়াল ওয়েবসাইটটি ২০২২ সাল থেকে চালু রয়েছে ( https://bwrds.blogspot.com/ )। এই পেজ ও ওয়েবসাইটের মাধ্যমেই আমাদের সকল কার্যক্রমের তথ্য প্রচারিত হয় এবং তা সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের অনুমোদন সাপেক্ষে পরিচালিত হয়। সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, কিছু কুচক্রী মহল ও অসাধু ব্যক্তিবর্গ উদ্দেশ্যমূলকভাবে সংস্থার নাম, লোগো, ও ট্রেডমার্ক অবৈধভাবে ব্যবহার করে বিভ্রান্তিকর পেজ ও সাইট পরিচালনা করছে। এই ধরনের কর্মকাণ্ড সরাসরি সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং...
Image
📢 Important Public Announcement Bangladesh Women’s Rights Development Society (Established: 2015 | Govt. Reg. No: S-12224/2015) This is to inform the general public that the Bangladesh Women’s Rights Development Society is a registered, voluntary, and welfare-oriented organization, working since 2015 across various regions of the country to promote women's development, safeguard their rights, and support their journey toward self-reliance. Organizations serving public interest such as ours do not cease or suspend their activities. Our organization’s first official Facebook page was launched on February 26, 2019 , and our official website has been active since 2022: 🔗 https://bwrds.blogspot.com All official updates and information are disseminated solely through these platforms with proper authorization from designated officials. ⚠️ Recently, it has come to our attention that some ill-intentioned groups and dishonest individuals are deliberately misusing our organization...

বেকার সময় অপচয় না করে জনকল্যাণে এগিয়ে আসুন!! "বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থা "

Image
বেকার সময় অপচয় না করে জনকল্যাণে এগিয়ে আসুন!! "বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থা " বাংলাদেশের সকল থানা ও জেলা পর্যায় শাখা দেয়া হচ্ছে। আগ্রহী শিক্ষিত পুরুষ / মহিলাদের নিম্নলিখিত ঠিকানা বা নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। ঠিকানাঃ হাউজ ৬৮, রোড ২০, সেক্টর ১১, ২য় তলা, উত্তরা, ঢাকা ১২৩০। নাম্বার-০১৭৪৩০৫৫১০৪ প্রকল্পে বৈশিষ্ট্য সূমহঃ ১। নারীদের অধিকার সু-রক্ষায় আইনি সহযোগিতা। ২। সল্প খরচে উন্নত চিকিৎসা সেবা। ৩। সল্প খরচে সেলাই শিক্ষা।  

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর সহধর্মিণী আয়েশা (রাদি.) সম্পর্কে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Image
  ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর সহধর্মিণী আয়েশা (রাদি.) সম্পর্কে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। মুসলমানের কাছে প্রিয়নবী (সা.)-এর সম্মান নিজের জীবনের চেয়েও মূূল্যবান। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

চট্টগ্রাম_অগ্নিকাণ্ড

Image
  চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে আমরা শোকাহত। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ সবার প্রতি আমাদের গভীর সমবেদনা। কত মা বাবা তার সন্তান কে হারাইছে কত মায়ের বুক খালি হয়ে গেছে। আল্লাহ এই দূর্ঘটনায় যারা প্রাণ হারাইছেন তুমি তাদের জান্নাত দান করো।